বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর আগামী ৪ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে। টুর্নামেন্টটি সামনে রেখে এরই মধ্যে দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
আর এবারের আসরে বিদেশী খেলোয়াড়দের নিবন্ধনে কোনো সুনির্দিষ্ট নীতিমালা প্রদান করেনি বিপিএল গভর্নিং কাউন্সিল। তাই নিজ উদ্যোগেই বিদেশী খেলোয়াড়দের দলে টানতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজি মালিকরা।
দুদিন আগে মোহাম্মদ আমিরের সঙ্গে চুক্তি করেছে গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। ফলে এবার দুই পাকিস্তানিকে দলে যোগ করেছে খুলনা টাইটানস। তারা হলেন— পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ ও তরুণ লেগ স্পিনার শাদাব খান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের অফিশিয়াল পেজে বিষয়টি নিশ্চিত করেছে খুলনা টাইটানস। এতে বলা হয়েছে, ‘এবারের বিপিএলে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ খুলনা টাইটানসে যোগ দিচ্ছেন। অধিনায়ক ও সতীর্থ জুনায়েদ খানের সঙ্গে টাইটানসের হয়ে বিপিএল মাতাবেন পাকিস্তানের তরুণ লেগ-স্পিনার শাদাব খান।’
বিপিএলের গত মৌসুমে খুলনার হয়ে খেলেছিলেন জুনায়েদ খান। এবারের মৌসুমেও তাকে ধরে রেখেছে খুলনার ফ্র্যাঞ্চাইজি। এছাড়া কয়েক দিন আগে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে প্রধান কোচ হিসেবে শ্রীলংকার ব্যাটিং কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনের নাম ঘোষণা করা হয়। আগামী দুই আসরের জন্য কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মাহেলা।
বিডি প্রতিদিন/ ২০ জুন, ২০১৭/ ই জাহান