এবার ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মোরিনহোর বিরুদ্ধে করফাঁকির অভিযোগ উঠল। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি যখন রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন, তখন নিজের আয়ের সঠিক হিসাব স্পেনের আয়কর দপ্তরকে দেননি পর্তুগিজ মোরিনহো।
জানা গেছে, ২০১১–১২ সালে বিজ্ঞাপন ও অন্যান্য স্বত্ব থেকে আয়ের কোনও হিসেবই দেননি মরিনহো। বিপুল টাকা করফাঁকি দিয়েছেন তিনি। স্পেনের এক আইনজীবী জানিয়েছেন, খুব শীঘ্রই নোটিস পাঠানো হবে মোরিনহোকে।
২০১০ থেকে ২০১৩ পর্যন্ত রিয়ালের কোচ ছিলেন মোরিনহো। স্পেনে খেলা ফুটবলারদের বিরুদ্ধেই করফাঁকির অভিযোগ উঠছে। ক্রিশ্চিয়ানো রোনালদো, মেসি, নেইমার, মাসচেরানো সেই তালিকায় রয়েছেন। রিয়াল মাদ্রিদ তারকা রোনালদোতো তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এতটাই বিরক্ত যে স্পেন ছাড়ার কথা ভাবছেন। এবার নাম উঠল মোরিনহোর।
বিডি-প্রতিদিন/ ২১ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৭