ফাইনালে হারের পর বিরাট-ধোনিদের যতই পাকিস্তান সমর্থকদের টিপ্পনি শুনতে হোক না-কেন, পাকিস্তান ক্রিকেটারদের কাছ থেকে ঠিকই প্রশংসা আদায় করে নিলেন ভারতীয় ক্রিকেটাররা।
চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ধন্যবাদ জানালেন পাকিস্তানি ওপেনার আজহার আলি।
ফাইনালের আগে পাকিস্তান ওপেনার আজহার আলির ছেলেদের সঙ্গে সময় কাটান ধোনি, বিরাট ও যুবি। তাদের সঙ্গে ছবিও তোলেন এই তিন ভারতীয় তারকা। এর জন্য বিরাট-ধোনিদের ধন্যবাদ জ্ঞাপন করে আজহার টুইট করেন।
বিডি প্রতিদিন/ ২১ জুন, ২০১৭/ ই জাহান