ক্রিকেটে এখন টক অব দ্য টাউন হলো ভারতের কোচ অনিল কুম্বলের পদত্যাগ। কারণ সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় কোচের পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় দলের কোচের পদে রেখে দেওয়া হয়েছিল অনিল কুম্বলেকে। তবে বিরাট কোহলির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে কোচের পদে ইস্তফা দেন কুম্বলে।
আর এরই মধ্যে শুরু হয়ে গেছে ভারতের পরবর্তী কোচ কে হচ্ছেন তা নিয়ে জল্পনা কল্পনা!
ক্রিকেটার হরভজন সিং বলে দিয়েছেন, তিনি ব্যক্তিগত ভাবে রাহুল দ্রাবিড়কে ভারতের পরবর্তী কোচ হিসেবে চাইছেন। সেই সঙ্গে দ্রাবিড়কে সাহায্য করার জন্য জাহির খানকে জাতীয় দলের কোচ হিসেবে দেখতে চাইছেন ভাজ্জি।
হরভজন বলছেন, ‘‘এটা আমার ব্যক্তিগত মতামত। আমার মতে রাহুল দ্রাবিড় ঠিক চয়েস। আর বোলিং বিভাগের কোচ হিসেবে জাহির খানকে দেখতে চাই।’’
তবে পুরোটাই নির্ভর করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উপরে। ইতিমধ্যে বিসিসিআই অনেকের বায়োডেটা জমা পড়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এখনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। এর মধ্যেই ভারতীয় দলের ক্রিকেটাররা নিজেদের বক্তব্য পেশ করতে শুরু করে দিয়েছেন ভারতীয় দলের কোচ নিয়ে।
বিরাট কোহলি অবশ্য ড্যানিয়েল ভেট্টোরির নামপ্রস্তাব করেছেন। এবার হরভজন সিংহ রাহুল দ্রাবিড়ের নাম জানালেন। এতে কিন্তু বিসিসিআইয়ের উপরে চাপ বাড়ছে।
সূত্র: এবেলা
বিডি প্রতিদিন/ ২১ জুন, ২০১৭/ ই জাহান