বিরাট কোহলিকে দায়ী করেই কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন অনিল কুম্বলে।পদত্যাগপত্র বোর্ডে পাঠানোর পাশাপাশি ফেসবুক, টুইটারেও পোস্ট করেছেন তিনি। নিজের অভিমান সেখানে উগড়ে দিয়েছেন কুম্বলে। কিন্তু বিরাট কোহলি এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। দল নিয়ে ভারত অধিনায়ক রয়েছেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে।
কুম্বলে যেমন নিজের বক্তব্য জানিয়ে দিয়েছেন, তেমনি সমর্থকরা চাইছেন এই বিতর্কে কোহলির মন্তব্য শুনতে। কোচের পদ থেকে সরে যাওয়ার জন্য ভারত অধিনায়ককে দায়ী করাটা মানতে পারছেন না কোহলির সমর্থকরা। তারা চাইছেন অবিলম্বে মুখ খুলুন কোহলি। নিজের বক্তব্য জানান তিনি। পাল্টা উত্তর দিন অনিল কুম্বলেকে।
বিরাটের এক সমর্থক তো পোস্ট করেছেন, ‘কোচের কাজ দলকে হোটেল থেকে স্টেডিয়ামে নিয়ে আসা।’ কেউ আবার বলেছেন, ‘মাঠে সব সিদ্ধান্ত তো অধিনায়ককেই নিতে হয়।’ এখন দেখার পালা বিরাট কোহলি মুখ খুলেন কিনা?
সূত্র: আজকাল
বিডি প্রতিদিন/ ২১ জুন, ২০১৭/ ই জাহান