শ্রীলঙ্কা সফরের আগেই ভারতীয় ক্রিকেট দলের কোচ নিয়োগ দেয়া হবে বলে জানান দেশটির ক্রিকেট বোর্ডের সিনিয়র সদস্য রাজীব শুক্লা। তিনি বলেন, ‘এই মুহূর্তে ভারতের কোচ নিয়োগ সম্ভবপর নয়। তবে শ্রীলঙ্কা সফরের আগেই কোচ নিয়োগ দেয়া হবে।’
অধিনায়ক বিরাট কোহলির সাথে বিরোধের জেরে ভারতের কোচের পদ থেকে সড়ে দাঁড়ান অনিল কুম্বলে। তাই কোচ ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ সফরে গেলো ভারত। আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারতের ওয়েস্ট ইন্ডিজের সফর। হাতে সময় কম থাকায়, এখনই নতুন কোচের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড।
তবে আগামী জুলাইয়ে শ্রীলঙ্কা সফরের আগে ভারতের নতুন কোচ নিয়োগ দেয়া হবে বলে জানান শুক্লা। তিনি বলেন, ‘কোহলি-কুম্বলের বিরোধ মিটাতে বিসিসিআই সর্বাত্মক চেষ্টা করেছে। কিন্তু আমরা ভালো কোনো ফল পেলাম না। কুম্বলের জন্য শুভ-কামনা থাকলো। তবে এখনই কোচ নিয়োগ দিতে পারছে না বোর্ড। শ্রীলঙ্কা সফরের আগে কোচ নিয়োগ দেয়া হবে এবং আমরা আশা করছি, যে কোচ হিসেবে আসবে তা ভারতের জন্যই ভালো হবে।’
২০১৬ সালের মাঝামাঝি সময়ে ভারতের কোচের দায়িত্ব পান কুম্বলে। এরপর ভারতকে অনেক বড় বড় সাফল্যই এনে দিয়েছেন তিনি। তার অধীনে ভারত টেস্ট র্যাংকিং-এ শীর্ষেও উঠে।
বিডি প্রতিদিন/২১ জুন ২০১৭/এনায়েত করিম