আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপের এগারতম আসরের পর্দা উঠছে আজ। উদ্বোধনী ম্যাচে ডার্বিতে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। এছাড়া ব্রিস্টলে শ্রীলঙ্কা খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। দু'টি ম্যাচই শুরু হবে বিকেল সাড়ে তিনটায়।
এবারের আসরে যে দলগুলো অংশ নিচ্ছে- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
র্যাঙ্কিংয়ের নয় ও দশ নম্বরে রয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। কিন্তু বাছাই পর্ব পেরোতে না পারায় বিশ্বকাপে খেলার সুযোগ হারিয়েছে টাইগ্রেস ও আইরিশরা।
বিডি-প্রতিদিন/২৪ জুন, ২০১৭/ওয়াসিফ