চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে পাকিস্তানের শিরোপা জয়ে উচ্ছ্বাস প্রকাশ করায় পরিবারসহ মিরওয়াইজ ওমর ফারুককে পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ দিয়েই ক্ষান্ত হননি মধ্যপ্রদেশের বিজেপি নেতা গজরাজ জাতভ। এবার তার জিহ্বা কেটে আনতে পারলে ১০ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
তিনি বলেছেন, মিরওয়াইজের পাকিস্তানকে এতো ভালো লাগলে পরিবারসহ সেখানে গিয়েই থাকলে পারেন!
গত রবিবার পাকিস্তান বিজয়ী হওয়ায় মিরওয়াইজ তাদের অভিনন্দন জানান। বলেন, চারদিকে বাজি ফুটছে। মনে হচ্ছে, আগেই এসে গেল ঈদ। টুইট করেও তিনি ফাইনালে ওঠায় পাক ক্রিকেট দলকে শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন।
বিডি প্রতিদিন/২৪ জুন ২০১৭/আরাফাত