একটি টি ২০ ও পাঁচ ম্যাচের ওয়ানডে ম্যাচ খেলতে টিম ইন্ডিয়া এখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেছে।
রবিবার দ্বিতীয় ওয়ানডেতে উইন্ডিজের সামনে মাত্র ৪৩ (ডিএল) ওভারে ৩১১ রানের টার্গেট দিল ভারত। সেঞ্চুরি করলেন অজিঙ্ক রাহানে(১০৩)।
টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানান, উইন্ডিজ ক্যাপ্টেন জেসন হোল্ডার। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই দুরন্ত ছন্দে থাকা শিখর ধাওয়ান এদিনও হাফ সেঞ্চুরি(৬৩) করেন।
আর কোচ বিবাদ মাঠের বাইরে ফেলে রেখে বিস্ফোরক ব্যাটিং করেন অধিনায়ক বিরাট কোহলি(৬৬ বলে ৮৭)। এদিন রান পাননি যুবরাজ সিং(১৪)। ক্যারিবিয়ানদের হয়ে জোসেফ দু’টি উইকেট নেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১২৫ রানে ব্যাট করছে ওয়েস্টইন্ডিজ।
বিডি প্রতিদিন/ ২৬ জুন, ২০১৭/ ই জাহান