বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন তাঁর নিজ জেলা নড়াইলে। সোমবার সকাল ৮টায় নড়াইল শহরের মহিষখোলা এলাকায় সরকারি বালক বিদ্যালয়ের মাঠের পাশে অবস্থিত নড়াইল পৌর ঈদগাহের প্রধান জামাতে অংশ নেন তিনি।
একইভাবে নিজ জেলা মাগুরায় ঈদের নামাজ আদায় করেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। সকাল ৯টায় শহরের নোমানী ময়দানে ঈদের প্রধান জামাতে নামাজে অংশ নেনে তিনি।
নামাজ শেষে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এই দুই তারকা ক্রিকেটার।
এদিকে, দুই ঈদগাহ ময়দানে নামাজ আদায়কারী মুসল্লিদের অনেকেই প্রিয় ক্রিকেটারকে কাছে পেয়ে কোলাকুলি ও ঈদ-শুভেচ্ছা বিনিময় করেন।
বিডি-প্রতিদিন/২৬ জুন, ২০১৭/মাহবুব