নতুন ইতিহাস গড়ল ভারতীয় ক্রিকেট। একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশিবার ইনিংসে ৩০০ বা তার বেশি রান তুলেছে টিম ইন্ডিয়া। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে ৩১০ রান তুলেছিল ভারত। একদিনের ক্রিকেটে এই নিয়ে ৯৬টি ম্যাচে ৩০০-এর অধিক রান তুলল ভারতীয় ক্রিকেট দল। তারা পিছনে ফেলল অস্ট্রেলিয়াকে (৯৫)। এরপর রয়েছে দক্ষিণ আফ্রিকা (৭৭), পাকিস্তান (৬৯) ও শ্রীলঙ্কা (৬৩)।
যে ৯৬ টি ম্যাচে ভারত ৩০০ বা তার বেশি রান তুলেছে, তার মধ্যে জিতেছে ৭৫ টি ম্যাচে। হেরেছে ১৯ ম্যাচ। দুটো ম্যাচ ড্র হয়েছে। অস্ট্রেলিয়া ৯৫ টি ম্যাচের মধ্যে জিতেছে ৮৪টি ম্যাচে। হার ১০টিতে। দক্ষিণ আফ্রিকা আবার ৭৭ ম্যাচের মধ্যে জিতেছে ৬৯ ম্যাচ। পাকিস্তান ৬৯ ম্যাচের মধ্যে জয় পেয়েছে ৫৯টিতে। শ্রীলঙ্কা ৬৩ ম্যাচের মধ্যে জিতেছে ৫০ ম্যাচ। হার ১২ ম্যাচে।
শুধু তাই নয় একদিনের ক্রিকেটে ইনিংসে ৩৫০ থেকে ৪০০ রানের তালিকায় ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। একদিনের ক্রিকেটে ২৩ বার ৩৫০ থেকে ৪০০-এর মধ্যে রান তুলেছে ভারত। দক্ষিণ আফ্রিকা শীর্ষে। ২৪ বার তারা ৩৫০ থেকে ৪০০-এর মধ্যে রান তুলেছে। আবার ৪০০ প্লাস রানের তালিকাতেও ভারত আছে দুই নম্বরে। ভারত ৫ বার ইনিংসে ৪০০-এর বেশি রান তুলেছে। দক্ষিণ আফ্রিকা তুলেছে ৬ বার।
ভারত প্রথম ৩০০ রান তোলে ১৯৯৬ সালে শারজায় পাকিস্তানের বিরুদ্ধে। সেবার ভারত তুলেছিল ৩০৫ রান করে ৫ উইকেট হারিয়ে। ৩৫০-এর বেশি রান ভারত প্রথম তুলেছিল ১৯৯৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ২০০৭ বিশ্বকাপে পোর্ট অফ স্পেনে বারমুডার বিরুদ্ধে ভারত প্রথম ৪০০-এর অধিক রান তোলে।
বিডি-প্রতিদিন/ ২৬ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৫