টেস্ট খেলতে অস্ট্রেলিয়া দল এখন বাংলাদেশে। প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। তাই আপাতত অবসরযাপনেই ব্যস্ত দলের খেলোয়াড়েরা। এর ফাঁকে বাংলাদেশের সঙ্গেও পরিচিত হচ্ছেন তারা। ঢাকার আসার পর গণমাধ্যমের মুখোমুখি হয়েই অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ জানিয়েছিলেন, 'বাংলাদেশে এসে তিনি রোমাঞ্চিত।'
সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার প্রমাণ মিলেছে। বাংলাদেশের ট্রেন যাত্রার ক্যামেরাবন্দী করেছেন স্মিথ। ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিডিওটি আপলোডও করেছেন। রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলের ছাদ থেকে তোলা সেই ভিডিওতে দেখা গেছে, একটি ট্রেন ছেড়ে যাচ্ছে। ছাদেও অনেক মানুষ।
বিষয়টি নিয়ে স্টিভ স্মিথ ভিডিওটির সঙ্গে মজা করে লিখেছেন, 'কী আর করা যখন ট্রেনের সব বগিই ভর্তি! তোমাদের দেখছি, বাংলাদেশ।' ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
বিডি প্রতিদিন/২০ আগস্ট, ২০১৭/ফারজানা