ভক্তের সংখ্যায় পরস্পরকে রীতিমতো পাল্লা দেন বিরাট কোহলি এবং আনুশকা শর্মা। তেমনই দু’জনকে একসঙ্গে দেখলে তাদের ভক্তরাও আবেগপ্রবন হয়ে যান।
তারকাদের সাধারণত নিজেদের সম্পর্ক নিয়ে গোপনীয়তা বজায় রাখতে দেখা যায়। কিন্তু বিরাট ও আনুশকা দু’জনেই ব্যতিক্রম। সোশ্যাল মিডিয়াতে বিরাট প্রায়ই প্রেমিকার সঙ্গে ছবি আপলোড করেন। আবার সময় পেলেই কাজের ফাঁকে বিরাটের সঙ্গে দেখা করতে চলে যান আনুশকাও।
বিরাট-আনুশকার জুটি এতটাই জনপ্রিয় যে, ভক্তরা তাঁদের ‘বিরুষ্কা’ নামে ডাকেন। কিন্তু প্রেমিকাকে আদর করে অন্য নামেই ডাকেন বিরাট। প্রেমে হাবুডুবু খাওয়া প্রেমিকদের মতো বিরাটও নিজের প্রেমিকাকে আদর করে ডাকেন ‘নুষ্কি’ নামে।
নামের মানে খুঁজতে যাবেন না। আনুশকা নামটিকেই ছোট করে ‘নুষ্কি’ বানিয়ে নিয়েছেন বিরাট। আনুশকা নিজেও কিন্তু সেই নাম পেয়ে খুব খুশি। তবে বিরাটকে ভালবেসে আনুশকা কী নামে ডাকেন, সেটার খোঁজ এখনও পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন / ২০ আগস্ট, ২০১৭ / তাফসীর