অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাটিং অর্ডারের ওয়ানডাউনে খেলার জন্য প্রস্তুত হচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যান ইমরুল কায়েস। নেটে সেভাবেই অনুশীলন চালিয়ে যাওয়া কায়েস বলেন, ব্যাটিং পজিশনে তিন নম্বরে ব্যাট করা কঠিন। তারপরও মানিয়ে নেয়ার চেষ্টা করছেন তিনি।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল ১০টা থেকে অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলন শেষে তিন নম্বরে ব্যাটিং করা প্রসঙ্গে সংবাদ সম্মেলনে এ বাঁহাতি ব্যাটসম্যান বলেন, ‘শেষ টেস্টটা খেয়াল করুন, যেটা শ্রীলঙ্কায় খেলেছি। সেখানেও কিন্তু আমি তিনে ব্যাটিং করেছি। আমি আসলে কোচের সাথে কথা বলছি। কোচ আমাকে বলেছেন তিনে ব্যাটিং করার জন্য। নেটে সেভাবেই ব্যাটিং করছি। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটেও তিন নম্বরে ব্যাটিং করেছি। ওপেনার থেকে তিন নম্বরে ব্যাটিং করা কঠিন, তবে মানিয়ে নিতে হচ্ছে।’
টেস্টে তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে ইমরুলের জুটি বেশ সফল। বড় বড় জুটি রয়েছে তাদের। কিন্তু তামিমের সঙ্গে এখন ওপেনিং করছেন সৌম্য সরকার। তাই ইমরুলের জায়গা হচ্ছে তিনে।
ক্যারিয়ারে ২৮ টেস্টে ১ হাজার ৪৬৬ রান করা ইমরুল বলেন, ‘আমি যখন ব্যাটিংয়ে নামার জন্য প্যাড পরে বসে থাকি, তখন নিজের মধ্যে অস্থিরতা কাজ করে, কখন মাঠে যাবো। এটা আসলে মানিয়ে নিতে হয়। তামিমকে যদি দেন, ও পারবে না। একটা সময় আমিও পারতাম না। তারপরও মানিয়ে নিতে হচ্ছে। দলের জন্য, দলের প্রয়োজনে খেলতে হচ্ছে।’
টেস্টে তিনটি সেঞ্চুরি করেছেন ইমরুল। যার একটি তিন নাম্বারে ব্যাট করে। ওপেনিং থেকে তিনে নেমে আসা দুর্ভাগ্যজনক মনে করেন না তিনি। ৩০ বছর বয়সী এ ব্যাটসম্যান বলেছেন, ‘আমি মনে করি জাতীয় দলের হয়ে ম্যাচ খেলাই সবচেয়ে বড় অর্জন। নিজেকে ভাগ্যবান মনে করি। ব্যাটিংয়ের জায়গা নিয়ে নিজের পছন্দ থাকে। কিন্তু দল যেটা ভালো মনে করে সেটাই করতে হবে। দুই জায়গায়ই আমি ব্যাটিং করতে রাজি; ওপেনিং বা তিন নম্বর যাই হোক।’
মুমিনুল হক দলে ফেরায় তিন নম্বর পজিশনে প্রতিদ্বন্দ্বিতা হবে। ইমরুল সেই প্রতিদ্বন্দ্বিতাকে স্বাগত জানাচ্ছেন। তিনি বলেন, ‘এটা ইতিবাচক দিক। দলে প্রতিযোগিতা থাকলে সেটা ভালো। প্রতিযোগিতা বেশি থাকলে ম্যানেজমেন্ট সবচেয়ে ভালো জনকে খেলানোর জন্য বেছে নিতে পারে। আমি বলবো এটা একটা ভালো দিক দলের জন্য এবং তারা পারফর্মও করবে।’ ক্যারিয়ারে এখন পর্যন্ত ছয়টি ইনিংস তিনে খেলেছেন অভিজ্ঞ এ ব্যাটসম্যান।
ওপেনিংয়ে খেলতে না পারায় নিজেকে কিছুটা বঞ্চিত ভাবলেও ইমরুল এখন সিরিজের আগে এসব নিয়ে ভাবতে রাজি নন। আবার তিনে নিজের জায়গা স্থায়ীও ভাবছেন না তিনি। বাঁহাতি এ ব্যাটসম্যান বলেন, ‘এমন কিছু বলা হয় নাই। নির্ভর করছে আমার পারফর্মের উপর। পারফর্ম করলে হয়তো তিনে থাকবো। সেটা না পারলে হয়তো দলেই থাকবো না।’
বিডি প্রতিদিন/২২ আগস্ট ২০১৭/এনায়েত করিম