পেশাদার বক্সিংয়ে অজেয় ফ্লয়েড মেওয়েদার ক্যারিয়ারে তৃতীয়বারের মতো অবসরের ঘোষণা দিয়েছেন। মেওয়েদার জানিয়েছেন, ২৬ আগস্টই হতে যাচ্ছে তার শেষ লড়াই। এদিন লাস ভেসাসের টি-মোবাইল এরিনায় আইরিশ বক্সার কনর ম্যাকগ্রেগরের (২৯) সঙ্গে নিজের পেশাগত ক্যারিয়ারের ৫০তম লড়াইয়ে নামবেন।
দুইবার অবসরের ঘোষণা দিয়ে ফেরা ফ্লয়েড মেওয়েদার জানিয়েছেন, এবার আর ফিরছেন না তিনি। এ ব্যাপারে নিজের সন্তানের কাছেও প্রতিজ্ঞা করছেন।
৪০ বছর বয়সী ফ্লয়েড মেওয়েদার এর আগে ২০০৭ ও ২০১৫ সালের অবসরের ঘোষণা দিয়েছেন। কিন্তু দুইবারই ফিরেছেন পাঁচটি ওজন শ্রেণির বিশ্ব শিরোপার জেতা এ আমেরিকান বক্সার। সূত্র : লস অ্যাঞ্জেলেস টাইমস
বিডি প্রতিদিন/২৩ আগস্ট, ২০১৭/ফারজানা