সিরিজে ০–২ পিছিয়ে দল। রবিবার ইন্দোরে হেরে গেলেই সিরিজ খোঁয়াতে হবে। তাই মরণবাঁচন ম্যাচে রান চাইছেন ডেভিড ওয়ার্নার।
চেন্নাই এবং কলকাতায় রান পাননি এই অজি ওপেনার। ভারতীয় স্পিনারদের সামনে অসহায় লাগছে অজি ব্যাটসম্যানদের। তাই যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদবদের সামলানোর জন্য নতুন দাওয়াই বের করেছেন ওয়ার্নার।
ওয়ার্নার বলে দিলেন, ‘আমাদের শুরুটা ভাল করতে হবে। ওপেনিং জুটিতে ভাল রান করতে পারলে স্পিনারদের বিরুদ্ধে সাহসী হওয়া যাবে। হাতে উইকেট থাকলে মিডল ওভারে সিঙ্গলস নিয়ে স্কোরবোর্ড সচল রাখতে পারব আমরা।’
এরপরই ওয়ার্নারের সংযোজন, ‘প্রথম দুটো ম্যাচেই দ্রুত কিছু উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিলাম। তবে এটাও মানতে হবে ভারতীয়রা দুর্দান্ত বল করছে। বিগত ১২ মাসে আমরা প্রায়শই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হচ্ছি।’
চলতি সিরিজে দুটো ম্যাচে ওয়ার্নারের রান ২৫ এবং ১। ওয়ার্নার নিজের ব্যর্থতার কথা স্বীকার করে বলে গেলেন, ‘সিনিয়র ব্যাটসম্যান হিসেবে রান করতে পারছি না। কোনও অজুহাত দেব না। এবার আমাদের ঘুরে দাঁড়াতেই হবে।’
বিডি-প্রতিদিন/ ২৩ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর