ইংলিশ জায়ান্ট ম্যানসিটির সামনে পুরোপুরি বিধ্বস্ত হলো ক্রিস্টাল প্যালেস। ৫-০ গোলের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। এতে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে ম্যানসিটি।
লেরয় সিনের গোলে প্রথমার্ধে ইংলিশ জায়ান্টরা ১-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই স্টার্লিংয়ের জোড়া গোলে ব্যবধান আরও বাড়ে যায় ম্যানসিটির। এরপর সার্জিও আগুয়েরো ৭৯ মিনিটে এবং ফ্যাবিয়ান দেলফ ৮৯ মিনিটে সিটির পক্ষে আরও একটি করে গোল করেন। সেই সুবাদে বড় জয় নিয়েই মাঠ ছাড়েন তারা।
অন্যদিকে, ৬ ম্যাচে পয়েন্ট শূন্য ক্রিস্টাল প্যালেস রয়েছে তালিকায় সবার নীচে। ইংলিশ প্রিমিয়ার লীগের ইতিহাসে শুরুতেই টানা ছয় হারের রেকর্ড এটিই প্রথম।
বিডি-প্রতিদিন/২৪ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ