কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেলের পর ভারতীয় দলে নতুন আরেক স্পিনারের আবির্ভাব হল। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে শনিবার নেট চলাকালীন শুরু হয়ে যায় এমনই গুঞ্জন।
ভারতের অনুশীলনের সময় দেখা গেল একজন সমানে অফস্পিন, লেগস্পিন করেই চলেছেন। কিছুক্ষণ পরেই অবশ্য ভুল ভাঙল। ব্যাটিং ছেড়ে নেটে শনিবার স্পিনারের ভূমিকায় দেখা গেল মহেন্দ্র সিং ধোনিকে।
আন্তর্জাতিক ক্রিকেটে বোলার ধোনিকে অতীতেও দেখা গেছে। সাধারণত মিডিয়াম পেস বোলিং করেন তিনি। একদিনের ক্রিকেটে একটি উইকেটও রয়েছে তার। ২০১১ সালে লর্ডস টেস্টে ইংল্যান্ডের কেভিন পিটারসেনকে প্রায় আউট করে দিয়েছিলেন তিনি। কিন্তু ডিআরএসের জন্য বেঁচে যান পিটারসেন।
এরপর আবার শনিবার বল হাতে দেখা গেল ধোনিকে। তবে এবার আর মিডিয়াম পেসার নন। অফস্পিন, লেগস্পিন করতে দেখা গেল রাঁচির এই যুবককে। বিসিসিআই টুইটারে লিখেছে, ‘ভারতের স্পিন আক্রমণে নতুন সংযোজন ধোনি।’
পাঁচ ম্যাচের একদিনের সিরিজের তৃতীয় ম্যাচ রবিবার ইন্দোরে। অজিদের বিরুদ্ধে কী দেখা যাবে ‘স্পিনার’ ধোনিকে। সেই প্রশ্নের উত্তর মিলবে মাঠেই।
বিডি প্রতিদিন/ ২৪ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর