অদ্ভুত অঙ্গভঙ্গির জন্য ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অন্যতম কোহলি। সম্প্রতি তার জিহ্বা বের করা ছবি নিয়ে অনলাইনে বেঁধেছে শোরগোল। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি জনপ্রিয় ফ্যান পেজে কোহলির একটি জিহ্বা বের করা ছবি পোস্ট করা হয়। পশ্চিমবঙ্গসহ ভারতের গণমাধ্যমগুলোর দাবি ওই পেজে কোহলির ছবি পোস্ট করে পরোক্ষভাবে তাকে 'কুকুর' বলা হয়েছে।
ছবিতে লেখা হয়, 'অস্ট্রেলিয়ার রয়েছে ক্যাঙারু, চীনের রয়েছে পাণ্ডা, নিউজিল্যান্ডের রয়েছে কিউয়ি এবং ভারতের রয়েছে বিরাট কোহলি।'
যদিও কোহলির জনপ্রিয়তার প্রশংসা করে এমন অদ্ভুত অঙ্গভঙ্গির ব্যাপারে ভিলিয়ার্স বলেন, ভারতের যেকোনো শহরে গেলেই বিলবোর্ডে তার মুখ দেখতে পাবেন। ১.৩ বিলিয়ন নাগরিকসমৃদ্ধ একটি জাতির সবচেয়ে বেশি বিপণনযোগ্য ও জনপ্রিয় ব্যক্তি হওয়াটাও চাপ সৃষ্টি করে। একটি সেলফির আবেদন প্রাপ্তি ছাড়া সে কোথাও যেতে পারবে না। তার কথা, চলাফেরা এমনকি অঙ্গভঙ্গিও প্রিন্ট, ইলেকট্রনিক এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার