লেবার কাপে জুটি বেঁধেই সাফল্য পেয়েছেন রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। তাদের দল টিম ইউরোপ টিম ওয়ার্ল্ডের বিপক্ষে ১৫-৯তে জয় পেয়েছে।এ বছর চারটি গ্র্যান্ডস্লামও দু'জনে সমানভাবে ভাগ করে নিয়েছেন।
লেবার কাপে খেলার সময় দু'জনের মধ্যকার ভারসাম্যপূর্ণ অবস্থান ও খুঁনসুটি উস্কে দিচ্ছে নতুন জুটির সম্ভাবনা। সিঙ্গেল থেকে অবসর নেয়ার পর তারা জুটি হচ্ছেন কী না- এ নিয়েও শুরু হয়ে গেছে গুঞ্জন।
লেবার কাপে খেলার ফাঁকে ফেদেরার-নাদাল
তবে দুই তারকাই হেসে উড়িয়ে দিয়েছেন ব্যাপারটা। ফেদেরার বলেছেন, 'আমার দিক থেকে কখনই এটা হওয়ার সম্ভাবনা নেই। ' নাদালও বলেছেন, 'দিন শেষে আমরা এককভাবেই খেলব। জুটি বাঁধার কোনো সম্ভাবনা নেই। ' সূত্র : মেট্রো
বিডি প্রতিদিন/২৫ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা