আগামী মাসে ভারত সফরের ওয়ানডে দল থেকে অলরাউন্ডার জিমি নিশাম ও ব্যাটসম্যান নেইল ব্রুমকে বাদ দিয়েছেন নিউজিল্যান্ড কোচ মাইক হেসন। এ সফরের জন্য নয় সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। বাকি ছয় জনকে নির্বাচন করা করা হবে বর্তমানে ভারত সফরে থাকা নিউজিল্যান্ড এ’ দল থেকে।
নিশাম ও ব্রুম উভয়েই গত জুনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হওয়ায় দল থেকে বাদ পড়েছেন।
হেসন বলেন, ব্রুম ব্যাটিং অর্ডারে তিন অথবা চার নম্বরে বেশ কার্যকর ছিলেন। তবে এ জায়গায় নিউজিল্যান্ড দলে বেশ ভাল ব্যাটসম্যান রয়েছে।
তিনি বলেন, ‘আমরা ব্যাটিং অর্ডারে পাঁচ নম্বরে নেইলের আরো বেশি দক্ষতা দেখতে চাই।’
বিডি প্রতিদিন/২৬ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম