ইংলিশ প্রিমিয়ার লিগে আলেকসঁদ লাকাজেতের জোড়া গোলে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে ২-০ গোলে সহজেই হারিয়েছে আর্সেনাল। গত রাউন্ডে চেলসির মাঠে গোলশূন্য ড্র করা আর্সেন ভেঙ্গারের দল ঘরের মাঠে টানা তিনটি ম্যাচ জিতলো।
সোমবার রাতে ২০তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিক আর্সেনাল। আলেক্সিস সানচেসের ফ্রি-কিক বেন ফস্টার ঠেকানোর পর ক্রসবারে লেগে ফেরা বল হেডে জালে জড়ান আলেকসঁদ লাকাজেত।
৬৭তম মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি ফরোয়ার্ড লাকাজেত। ডি-বক্সে তাকে ক্যামেরুনের ডিফেন্ডার আলান নিওম ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
ছয় ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠেছে আর্সেনাল। ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।
বিডি প্রতিদিন/২৬ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম