রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও র্যামোস সমালোচকদের সতর্ক করে বলেছেন, ইউরোপীয় চ্যাম্পিয়নরা 'তাদের জায়গায় ফিরে আসবে।' যদিও তাদের পারফরর্মেন্সে আশঙ্কাজনক হারে ধস নেমেছে। যে কারণে লা লীগায় মাত্র ১০টি ম্যাচ অনুষ্ঠিত হলেও এরই মধ্যে শীর্ষ পয়েন্টধারী বার্সেলোনার সঙ্গে তাদের ৮ পয়েন্টের ব্যবধান রচিত হয়েছে।
ঘরোয়া লীগে নবাগত জিরুনার কাছে ২-১ গোলে পরাজিত হবার পর চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচেও ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব টোটেনহ্যাম হটস্পার্সের কাছে ৩-১ গোলে হার মেনেছে রিয়াল মাদ্রিদ। কোচের দায়িত্ব গ্রহনের পর ধারবাহিক এমন ফলাফল আর দেখতে হয়নি কোচ জিনেদিন জিদানকে।
র্যামোস বলেন, রিয়াল মাদ্রিদ সব সময় ঘুরে দাঁড়িয়েছে। নিজেদের আসনে ফিরে এসেছে। এবারো তারা নিজেদের আসনে ফিরে আসবে।
আগামী রবিবার লাস পালমাস সান্তিয়াগো বার্নব্যুতে লা লীগার ম্যাচ খেলতে আসলে তাদের বিপক্ষে ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়াতে চায় রিয়াল মাদ্রিদ। গত সেপ্টেম্বরে পালমাসের কোচের দায়িত্ব গ্রহন করা প্যাকো আয়েসতারান টানা চার ম্যাচে পরাজিত হওয়ায় চাকুরি হারানোর শংকার মধ্যে রয়েছেন।
এদিকে মৌসুমের শুরু থেকেই দলের বাজে পারফর্মেন্স রিয়াল মাদ্রিদের নতুন খেলোয়াড় বছাইয়ে ঘাটতি ছিল বলে মনে করা হচ্ছে। যেখানে চ্যাম্পিয়ন্স লীগের প্রতিদ্বন্দ্বি ক্লাবগুলো দল গঠনে কোটি কোটি টাকা ব্যয় করেছে সেখানে গত মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ মুনাফা করেছে ৯০ মিলিয়ন মার্কিন ডলার। এ সময় তারা দল থেকে ছেড়ে দিয়েছে আলভারো মোরাতা, হামেস রদ্রিগেজ, পেপে ও দানিলোর মত তারকা খেলোয়াড়দের।
বিপরীতে পস্পনের সেরা মেধাবী তরুণ খেলোয়াড়দের দলে ভেড়ানোর কৌশল অবলম্বন করছে রিয়াল মাদ্রিদ। তবে ক্লাবটির মেগা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন যে গত মৌসুমেও দলের মধ্যে একই রকম অভিজ্ঞতার ঘাটতি ছিলো। তারপরও তারা ঘরোয়া লীগ ও চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা অর্জন করেছে। ক্লাবটির ৫৯ বছরের ইতিহাসে এই প্রথম তারা দুটি শিরোপাই একসঙ্গে ঘরে তুলতে সক্ষম হয়েছে।
এদিকে দানি কার্ভাজাল ও গ্যারেথ বেলের ইনজুরিও দলীয় সাফল্যে ব্যাঘাত ঘটাচ্ছে।
রোনালদো বলেন, ‘বেশ সম্ভাবনাময় মেধা নিয়েই খেলোয়াড়রা এখানে আসে। পেপে, হামেস ও মোরাতা দলীয় সামর্থ্যকে শক্তিশালী করেছে। কিন্তু তাদের পরিবর্তে এখন যারা এসেছে তারা বয়সে তরুণ। আমরা কার্ভাজাল ও বেলকেও পাচ্ছিনা। বর্তমান স্কোয়াডটিও যে দুর্বল তা নয়। কিন্তু সবার মধ্যে একই রকম অভিজ্ঞতা না থাকায় বুঝাপড়ার মধ্যে ঘাটতি দেখা দিচ্ছে। যেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তবে এটিকে অজুহাত বলা যাবেনা।’
এদিকে চলতি মৌসুমে বার্সেলোনার শুরুটা সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। শুরুতেই রিয়ালের সঙ্গে বড় ব্যবধান রচনা করতে সক্ষম হয়েছে কাতালান ক্লাবটি। মৌসুম শুরুর নয়া রেকর্ড গড়া ক্লাবটি আগামীকাল ক্যাম্প ন্যুতে লা লীগার ম্যাচে আথিথেয়তা দিবে সেভিয়াকে। ওই ম্যাচে জয় পেলে তারা রিয়ালের সঙ্গে ১১ পয়েন্টের ব্যবধান রচনা করতে সক্ষম হবে।
সর্বশেষ ১৬ ম্যাচে অংশ নিয়ে বার্সেলোনা ১৪টিতে জয় এবং দুটি ম্যাচে ড্র করেছে। সপ্তাহের মধ্যভাগে অলিম্পিয়াকোসের সঙ্গে গোলশুন্য ড্র করা বার্সা বর্তমানে ইনজুরি আতংকে দিন কাটাচ্ছে। সার্জি রবার্তো এবং আন্দ্রে গোমেজ নতুন করে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। যে কারণে প্রায় একমাসের জন্য সাইডলাইনে চলে যেতে পারেন তারা। এর আগে ইজুরিতে পড়া উসমানে ডেমবেলে, রাফিনহা, আরডা তুরান এখনো সাইডলাইন থেকে উঠে আসতে পারেননি। অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তাও বয়সের ফ্রেমে বন্দি হবার পাশাপাশি উরুর সমস্যায় ভুগছেন। সবকিছু মিলিয়ে বেশ খুব একটা স্বস্তিতে নেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থানধারীরা।
শনিবার লা লীগার লড়াইয়ে মাঠে নামবে স্পেনের আরেক জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ। ডিপোর্তিভো লা কারুনার মোকাবেলা করবে তারা। দিনের অন্য ম্যাচে ভ্যালেন্সিয়া লেগানেসের এবং আলাভেস এস্পানিয়েলের মুখোমুখি হবে।
পরের দিন অর্থাৎ রোববার রিয়াল মাদ্রিদ বনাম লাস পালমাসের ম্যাচ ছাড়াও লা লীগার ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে লেবান্তে বনাম জিরোনা, সেল্টাভিগো বনাম অ্যাথলেটিক বিলবাও, ভিলারিয়াল বনাম মালাগা এবং রিয়াল সোসিয়েদাদ বনাম এইবার।
বিডি প্রতিদিন/০৩ নভেম্বর ২০১৭/আরাফাত