এক যুগ আগের ঘটনা। ১৯৯৫ সালে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে নিজের দলের এক সমর্থককে ‘কুংফু কিক’ মেরেছিলেন মানচেস্টার ইউনাইটেডের এরিক কাঁতোয়া। এজন্য লাল কার্ড দেওয়া হয় তাকে। এবার সেই স্মৃতি ফেরালেন মার্শেইয়ের ফরাসি লেফট ব্যাক প্যাট্রিস এভরা। তিনিও লাল কার্ড দেখলেন সমর্থককে লাথি মেরে!
গত পরশু কুংফু স্টাইলে লাথি চালান নিজের দল অলিম্পিক মার্শেইয়ের এক সমর্থককে। তবে দু'জনের লাথি মধ্যে একটা পার্থক্য রয়েছে। কাঁতোয়া লাথি মেরেছিলেন ম্যাচ চলার সময় আর এভরা ইউরোপা লিগে খেলা শুরুর আগে। তাতে হয়ে গেছে নতুন ইতিহাসও। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদার এই টুর্নামেন্টে ম্যাচ শুরুর আগে লাল কার্ড দেখেননি আর কেউ!
পর্তুগিজ ক্লাব ভিতোরিয়া গেমারাসের মাঠে মার্শেই থেকে উড়ে এসেছিল প্রায় ৫০০ সমর্থক। প্রথমে চুপচাপ সব শুনলেও একটা পর্যায়ে মেজাজ হারান এভরা। প্রায় মাথা পর্যন্ত পা তুলে লাথি চালিয়ে বসেন এক সমর্থকের দিকে। এমন আচরণের পর রেফারি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন এই ফরাসিকে। পরে ম্যাচটি ১-০ গোলে হেরে গেছে মার্শেই।
১৯৯৫ সালে লাথি কাণ্ডে ৯ মাস নিষিদ্ধ হয়েছিলেন কাঁতোয়া। ফরাসি দৈনিক লেকিপের অনুমান, ‘উয়েফা কড়া শাস্তি দিলে বলা যায় ৩৬ বছর বয়সী সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় এভরার মার্শেইয়ের সঙ্গে শেষবার মাঠে নামা হয়ে গেছে।’ তবে আপাতত তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হলেও কঠিন শাস্তি দেওয়ার আগে এভরার সঙ্গে কথা চাই কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/০৪ নভেম্বর, ২০১৭/মাহবুব