আর্জেন্টিনার পরবর্তী মিশন ২০১৮ বিশ্বকাপের স্বাগতিক দেশ রাশিয়ার বিপক্ষে ম্যাচ। যেখানে নাইজেরিয়ার বিপক্ষেও প্রীতি ম্যাচে লড়বে আলবেসেলিস্তারা। তবে চোট পাওয়ায় ইকার্দিকে বাদ দেওয়া হয়েছে। ইতালিয়ান সিরিআ লিগে তুরিনের বিপক্ষে ম্যাচে চোট পান তিনি।
এর আগে, লিগে নিজেদের শেষ ম্যাচে তুরিনের বিপক্ষে ১-১ গোলের ড্র করে ইন্টার। সে ম্যাচে হাঁটুতে চোট পান দলটির অধিনায়ক ইকার্দি। তবে ম্যাচের ৯০ মিনিটই খেলতে দেখা যায় এ তারকাকে।
আগামী ১১ নভেম্বর মস্কোতে রাশিয়ার বিপক্ষে খেলবে কোচ জর্জ সাম্পাওলির অধীনে আর্জেন্টিনা। এর তিন দিন পর ক্রাসেনোদারে নাইজেরিয়ার মুখোমুখি হবে টিম আর্জেন্টিনা।
বিডি-প্রতিদিন/ ০৭ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ