দক্ষিণ আফ্রিকা সফরটা স্মরণীয় করে রাখল টিম ইন্ডিয়া। ইতিহাস গড়ে প্রথমবারের মতো প্রোটিয়া শিবির থেকে ওয়ানডে ট্রফি নিশ্চিত করেছে ভারত। আর দক্ষিণ আফ্রিকার মাটিতে মাইলস্টোন স্পর্শ করার বিষয়টিকে ‘দারুণ অভিজ্ঞতা’ বলে বর্ননা করলেন অধিনায়ক বিরাট কোহলি।
উৎসাহিত কণ্ঠে ভারত অধিনায়ক বললেন, ‘ইতিহাসে নাম লেখাতে পারাটা সবসময় অসাধারণ। টিমের প্রত্যেকটা প্লেয়ার ব্যাট, বল এবং ফিল্ডিংয়ে দারুন পারফর্ম করেছে।’ এর সঙ্গে যোগ করে বিরাট বলেন, ‘আমাদের লক্ষ্য সিরিজ ৫-১ জেতা।’
উল্লেখ্য, এখন পর্যন্ত কোন ভারতীয় অধিনায়ক দক্ষিণ আফ্রিকার মাটিতে একটি ওয়ানডে সিরিজে প্রোটিয়াদের হারিয়ে তিনটি ম্যাচ জেতেনি। পোর্ট এলিজাবেথে এ ম্যাচ জেতার পর ভারতীয় ক্রিকেটের এই অধিনায়ক আরেও একবার ইতিহাসের মাইলফলক ছুঁলেন।
বিডি প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ