পোর্ট এলিজাবেথে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ স্থানে থাকা প্রোটিয়াদের সিংহাসন দখল করে নিল কোহলির টিম ইন্ডিয়া। ফলে একই সঙ্গে ওয়ানডে ও টেস্টে শীর্ষ স্থানে উঠল ভারত।
আর ৬ ম্যাচের ওয়ানডে সিরিজে ৪ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে চলে গেছে দক্ষিণ আফ্রিকা।
মঙ্গলবার রাতে পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকাকে ৭৩ রানে হারিয়ে ৬ ম্যাচ ওয়ানডে সিরিজ ৪–১ ব্যবধানে জিতে নেয় ভারত। এই সুবাদেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করে ভারতীয়রা। সেঞ্চুরিয়ানে শেষ ম্যাচ হারলেও শীর্ষস্থান অক্ষুণ্ন থাকবে তাদের।
এখন ১২২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। এ নিয়ে পাঁচবার ওয়ানডে ক্রিকেটে শীর্ষস্থান দখল করল টিম ইন্ডিয়া। ১১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। ১১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইংল্যান্ড। ৯০ পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের সাত নম্বরে আছে বাংলাদেশ।
সিরিজ শুরুর আগে ১১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ছিল ভারত। ১২১ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল দক্ষিণ আফ্রিকা।
বিডিপ্রতিদিন/ ১৪ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান