শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে হেরেছে বাংলাদেশ। তাই সময়টা ভালো কাটছে না টাইগারদের। এরই মধ্যে আবার ইনজুরির কারণে বেশ টালমাটাল অবস্থা টাইগার শিবির। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ তাই ঝুঁকেছে তরুণদের দিকে।
বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে চার তরুণ ক্রিকেটারের। বিপিএলের গত আসরে নৈপুণ্য দেখানো তরুণ ক্রিকেটার জাকির হাসান, নাজমুল হোসেন, আরিফুল হক, আফিফ হোসেন দলে ডাক পেয়েছেন।
বিডি প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত