ব্যাটিং করতে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশের দুই ওপেনার অভিষেক হওয়া জাকির হাসান ও সৌম্য সরকার। তবে শুরুতেই জাকির ৯ রানে ফিরলেও সৌম্য সরকার ৩০ বলে তুলে দেন দুরুন্ত অর্ধশতক। এরপরই ফিরেন সৌম্য সরকার। ৩২ বলে ৫১ রান করেন সৌম্য।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ম্যাচে খেলছেন মুশফিকুর রহীম। তবে খেলতে পারছেন না তামিম ইকবাল। বাংলাদেশ সময় বেলা ৫টায় শুরু হয় ম্যাচটি।
এদিকে, বাংলাদেশের হয়ে আজকে অভিষেক হতে যাচ্ছে চার ক্রিকেটারের। এরা হলেন জাকির হাসান, নাজমুল হোসেন, আরিফুল হক, আফিফ হোসেন।
বাংলাদেশের একাদশ: সৌম্য সরকার, জাকির হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাইফুদ্দিন, আরিফুল হক, নাজমুল ইসলাম,. মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
বিডি প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত