আগামী ৭ এপ্রিল শুরু আইপিএল। আর ওই সময়ই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অজি ক্রিকেটার অ্যারন ফিঞ্চ। এতেই কপালে ভাঁজ শাহরুখের 'জারা'র।
নিলামে মোটা অঙ্কের কড়ি খরচ করে অজি তারকা ওপেনারকে দলে নিয়েছে প্রীতির পাঞ্জাব। প্রথম ম্যাচ থেকেই তারকা ব্যাটসম্যানের ব্যাটের দিকে তাকিয়ে ছিল কিংস ইলেভেন। আইপিএলের মতো টুর্নামেন্টে শুরুতে পয়েন্ট খোয়ালে পরে আফসোস করতে হয়। তাই প্রথম ম্যাচ থেকেই ফিঞ্চ ও গেইল জুটিকে কাজে লাগিয়ে ধুঁয়াধার শুরুয়াতের আশা রেখেছিল পাঞ্জাব ফ্যাঞ্চাইজি। লিগের শুরুতে ফিঞ্চকে না পাওয়ায় প্রীতির দল কিছুটা হলেও ধাক্কা খেল বলা চলে।
ফিরোজ শাহ কোটলায় দিল্লির বিরুদ্ধে ম্যাচ দিয়ে আগমী ৮ এপ্রিল ১১তম আইপিএল অভিযান শুরু করতে চলেছে কিংস ইলেভেন পাঞ্জাব। বিয়ের কারণে সেই ম্যাচ থাকবেন না ফিঞ্চ। কিংসের পরের ম্যাচ ১৩ এপ্রিল, বেঙ্গলুরুর বিরুদ্ধে। সেই ম্যাচেও ফিঞ্চকে পাওয়া যাবে কিনা নিশ্চিত নয় পাঞ্জাব ফ্যাঞ্চাইজি।
অন্যদিকে, দিল্লির হয়ে পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম ম্যাচে থাকছেন না আরেক অজি তারকা। বন্ধু ফিঞ্চের বিয়ের অনুষ্ঠানে থাকবেন গ্লেন ম্যাক্সওয়েল।
বিডি প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত