শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে সৌম্য সরকার ও মুশফিকুর রহিমের অর্ধশতকের ওপর ভর করে লঙ্কানদের ১৯৪ রানের বিশাল টার্গেট দিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার সৌম্য সরকার ও জাকির হোসেন। দলীয় ৪৯ রানে জাকির ফিরে গেলেও লঙ্কান বোলারদের তুলোধুনো করে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে প্রথম অর্ধশতক তুলে নেন সৌম্য। ৩০ বলে অর্ধশতক তুললেও অবশ্য পরে এক যোগ করেই ফিরে যান এই ওপেনার। এরপর মাহমুদুল্লাহকে নিয়ে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নেন মুশফিকুর রহিম।
দুই চার ও দুই ছক্কায় ৩১ বলে ৪৩ করে মাহমুদুল্লাহ ফিরে গেলেও এক ছয় ও সাত চারের সাহায্যে ৪৪ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন মুশফিক।
বিডি-প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব