অনুমোদনহীন ‘সুদামা প্রিমিয়র লিগ’-কে লাল কার্ড দেখাল বিসিসিআই। সেই সঙ্গে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডটির তরফে সমস্ত ক্রিকেট অ্যাসোসিয়েশনকে সর্তকবার্তা পাঠিয়ে জানানো হয়েছে, যেন কোনও ভারতীয় খেলোয়াড়কে এই টুর্নামেন্টটি খেলতে না পাঠানো হয়।
পিপলস রাইটস অ্যান্ড সোশ্যাল রিসার্চ সেন্টারের নামের এক এনজিও তরফে এই ক্রিকেট লিগটির আয়োজন করা হয়েছে। সম্প্রতি সাবেক ভারত অধিনায়ক কপিল দেবের উপস্থিতিতেই এই টুর্নামেন্টটির উদ্বোধন হয়।
২০০৭ সালে ‘ইন্ডিয়ান ক্রিকেট লিগ’(আইসিএল) নামে বিসিসিআই অনুমোদনহীন টুর্নামেন্টের সঙ্গে জড়িয়ে থেকে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কোপের মুখে পড়েছিলেন কপিল। সেই আইসিএল'র পেছনে ছিল জি-এন্টারটেইনমেন্ট গ্রুপ। পরে অবশ্য বোর্ডের সঙ্গে সমঝতা করে নেন ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। আবারও একটি অনুমোদনবিহীন ক্রিকেট লিগের সঙ্গে নাম জড়িয়ে বোর্ডের কুনজরে কপিল।
শুধুমাত্র কপিল দেব নন ‘সুদামা প্রিমিয়ার লিগে’র সঙ্গে নাম জড়িয়েছে অতুল ওয়াসেন, সঞ্জীব শর্মা ও কে হরিহরনের মত কয়েকজন ক্রিকেট ব্যক্তিত্বের। সঞ্জীব ও অতুল সাবেক ভারতীয় খেলোয়াড় হলেও কে হরিহরণ একজন সাবেক আম্পায়ার।
টুর্নামেন্টের ম্যাচগুলি হওয়ার কথা দিল্লির ছিল ফিরোজ শাহ কোটলায়। কিন্তু বোর্ড কোটলায় ম্যাচ আয়োজনের অনুমতি দেয়নি। বিসিসিআই সেক্রেটারি অমিতাভ চৌধুরি একটি লিখিত বিজ্ঞপ্তিতে ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলিকে সর্তক করে জানান, ‘আমরা প্রত্যেকের নজরে আনার চেষ্টা করছি যে, বিসিসিআই সুদামা প্রিমিয়ার লিগকে অনুমোদন দেয়নি। বিষয়টি আপনাদের অ্যাসোসিয়েশনের প্লেয়ার, ম্যাচ অফিসিয়াল, স্কোরার ও ভিডিও অ্যানালিস্টদের জানিয়ে সর্তক করে দেবেন।’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর