মাঠে তিনি বরাবরই আগ্রাসী। ব্যাটিং হোক বা ফিল্ডিং, স্টাম্প মাইকেও ধরা পড়ে তাঁর সেই আগ্রাসনের হরেক রকম নমুনা, এই নিয়ে বিতর্কও কম হয়নি৷ তবু এই বন্য সাহসই বিরাট কোহলিকে তৈরি করেছে অন্যের চেয়ে আলাদা। আক্রমণাত্মক ক্যাপ্টেন হিসেবে ইতোমধ্যেই নিজের পরিচিতি তৈরি করে ফেলেছেন।
সেই কোহলিকেই ‘কুল’ হওয়ার পরামর্শ দিচ্ছেন সাবেক প্রোটিয়া অলরাউন্ডার জ্যাক ক্যালিস। সাবেক এই ক্রিকেটারের মতে, ‘ব্যাটিংয়ের সময় কোহলির এই আক্রমণাত্মক ভঙ্গি তার সেরাটা বার করে আনে। তবে ফিল্ডিংয়ে সময় কোহলির আরেকটু ঠান্ডা প্রকৃতির হওয়া উচিত।’
ক্যালিস আরও মনে করেন, ‘অধিনায়ক হিসেবে কোহলি এখন ক্যারিয়ারের শুরুর দিকে রয়েছে। ধীরে ধীরে পরিণত হলে সে নিশ্চয়ই আক্রমণাত্মক ভঙ্গি ছেড়ে শান্ত প্রকৃতির হয়ে উঠবে। মাঠে অধিনায়ককে কিন্তু সবসয়ই মাথা ঠান্ডা রাখতে হয়। সেটাই একজন নেতার চরিত্র।’
উল্লেখ্য প্রোটিয়া সফরে সিরিজের দ্বিতীয় টেস্টে আম্পায়ারদের সঙ্গে তর্ক জুড়ে দেওয়ায় আইসিসি’র রোষের মুখে পড়ে পেনাল্টিও হয় কোহলির। সেঞ্চুরিয়ন টেস্টের প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসের সময় খারাপ আবহাওয়ার জন্য সময়ের আগেই আম্পায়াররা তৃতীয় দিনের খেলা বন্ধ করে দেন। এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে মাটিতে বল ছুঁড়ে আইসিসির আচরণ লঙ্ঘন করেন ভারত অধিনায়ক। এতে তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানাও করা হয়।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর