২০১৯ সালের বিশ্বকাপে অশ্বিন-জাদেজাকে ভারতীয় দলে দেখা যাবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। কুলদীপ-চাহাল যা পারফরম্যান্স করছেন তাতে সীমিত ওভারের ক্রিকেটে কিন্তু জাদেজা-অশ্বিনের ফিরে আসা সত্যিই কঠিন।
ভারতের বোলিং কোচ ভরত অরুণ বলেছেন, অশ্বিন-জাদেজা এখনও বিশ্বকাপের পরিকল্পনায় রয়েছে। বিরাট আবার রিস্ট স্পিনারদের সীমিত ওভারের ক্রিকেটে পছন্দ করছেন। পরিস্থিতি বেশ জটিল।
তবে ভারতের সাবেক ক্রিকেটার অতুল ওয়াসন কিন্তু বলেই দিলেন, ২০১৯ বিশ্বকাপে অশ্বিন-জাদেজার খেলার সম্ভাবনা নেই। ওয়াসনের কথায়, ‘অনেকেই ভাবছেন অশ্বিন-জাদেজার সুযোগ রয়েছে। কিন্তু আমার তা মনে হয় না। যদি না কুলদীপ-চাহাল চোট পায়।’
এরপরই ওয়াসন বলেন, ‘কুলদীপ-চাহালের উপর ভরসা রাখার জন্য টিম ম্যানেজমেন্ট ও বিরাটকে কৃতিত্ব দেব। দুই রিস্ট স্পিনারই দারুণ বল করছে। বিশ্বকাপে যাওয়ার আগে কুলদীপ ও চাহাল শুধু বিভিন্ন পরিবেশে খেলুক। তাহলে আরও অভিজ্ঞ হয়ে উঠবে। দু’জনেই সাহসী। ফ্লাইট করাতে ভয় পায় না।’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর