প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড। তারপরও মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপাধারী পেপ গার্দিওলার ম্যান সিটির চেয়ে ১৯ পয়েন্ট পিছিয়ে তারা। বৃহস্পতিবার ওয়েস্ট হ্যামের সঙ্গে গোলশূন্য ড্র করার পর দলটির পয়েন্ট এখন ৭৮ আর ম্যান সিটির পয়েন্ট ৯৮।
ম্যাচ শেষে মরিনহো বলেন, যেহেতু আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রস্তুত নই তাই দ্বিতীয় স্থানে থাকাই আমাদের সেরা বিকল্প। আমরা এই পয়েন্ট ও দ্বিতীয় স্থানে থাকার যোগ্য।
তালিকায় ৭৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পার। ৭২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা লিভারপুলের অবস্থান এখনও নিশ্চিত নয় ৭০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা চেলসির কারণে। উভয় দলই লিগের চার নম্বর স্থানে থেকে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য লড়ছে।
বিডি প্রতিদিন/১১ মে, ২০১৮/ফারজানা