ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসকে তুলনা করা হয় ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান রোমারিওর সাথে। এবার সেই রোমারিওই বিতর্কিত পরামর্শ দিয়ে বসলেন স্বদেশী জেসুসকে।
রিও ডি জেনেরিওর সিনেটরের দায়িত্বে আছেন ৫২ বছর বয়সী রোমারিও। তিনি জেসুসকে বলেছেন, 'যৌনতা ভালোভাবে উপভোগ করা হবে প্রথম পরামর্শ- ছুটির সময়গুলোতে যতটুকু পারা যায়। আর অবশ্যই, ম্যাচের দিনগুলো ও খেলা চলাকালেও মনোযোগ দিতে হবে। জেসুসকে এটি বুঝতে হবে, বিশ্বকাপে প্রথম গোল করার সুযোগ পাওয়া তার জন্য শেষ সুযোগও হতে পারে।'
জেসুস সবে ২১ বছরের তরুণ। এরই মধ্যে ক্লাব ও জাতীয় দলে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তারপরও, তিনি বুঝবেন স্বদেশের 'জ্ঞানী' সাবেক এই ফুটবলারের কথা? সূত্র: দ্য সান
বিডি প্রতিদিন/১১ মে, ২০১৮/ফারজানা