আর্থিক কারণ দেখিয়ে অস্ট্রেলিয়া নিজেদের মাঠে বাংলাদেশ সিরিজ আয়োজন না করার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমাদের অনেক হোম সিরিজও তো আর্থিকভাবে লাভজনক হয় না। দ্বিপাক্ষিক অঙ্গীকার রাখার জন্য অনেক দেশকেই আতিথেয়তা দিতে হয় আমাদের। এটা দুর্ভাগ্যজনক। অস্ট্রেলিয়া তাদের দিকটাই দেখছে। বাণিজ্যিকভাবে কতটা উপকৃত হবে এটাই হিসেব করছে অস্ট্রেলিয়া। এটি খুবই দুঃখজনক।’
তিনি আরও বলেন, সিএ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা বলেছে, চলতি বছর বাংলাদেশের অস্ট্রেলিয়ার সফর করা সম্ভব নয়। আমরা তাদের সমস্যা বুঝতে পেরেছি। কিন্তু আমরা তাদের সাথে কোনও সমঝোতায় যাইনি। আমরা তাদের বিকল্প প্রস্তাবও দিয়েছি। যাতে তারা শুধু ওয়ানডে সিরিজ খেলে। কিন্তু তাদের কাছ এখনো কোনও জবাব পায়নি।
উল্লেখ্য, ক্রিকেটের প্রধান সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া সফর করার কথা বাংলাদেশ দলের। সূচি অনুযায়ী ওই সফরে অস্ট্রেলিয়ার সঙ্গে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার কথা বাংলাদেশের।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন