ম্যাচের যে কোনও মুহূর্তে নেমে খেলার রং বদলে দিতে পারেন ধোনি। বিশাল ছয় হাঁকাতে দক্ষ তিনি। এবার কিভাবে এত বিশাল ছক্কা হাঁকান মহেন্দ্র সিংহ ধোনি, এক ভক্তের এমন প্রশ্নে মজার জবাব দিলেন ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া এই সাবেক অধিনায়ক।
যেভাবে খুব সহজে ছক্কা হাঁকান ধোনি, ঠিক সেভাবেই ভক্তের প্রশ্নের জবাব দেন তিনি। ধোনির উত্তর, চোখ বন্ধ করে ব্যাট উপরে করো। তার পরে ঈশ্বরের নাম নিয়ে মেরে দাও।
তবে এৎ সহজেই যদি ছক্কা হাঁকানো যেন, তাহলে তো সবাই মাঠে নেমে বল পাঠাত গ্যালারিতে। তা তো হওয়ার নয়। এর পিছনে যে রয়েছে অনন্ত সাধনা। ধোনি রসিকতা করে ভক্তকে জবাব দিয়েছেন। তার অর্থ এই নয় যে, ঈশ্বরের নাম নিয়ে ব্যাট উপরে তুললেই বল টপকে যাবে বাউন্ডারি লাইন।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর