ক্যারিবীয় তারকা সুনীল নারিন ও অধিনায়ক দিনেশ কার্তিকরে ঝড়ো ব্যাটিংয়ে ভর করে নতুন রেকর্ড গড়েছে কলকাতা নাইট রাইডার্স। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ২৪৫ রান তুলেছে নাইটরা। যা এবারের আসরে ইনিংসে কোনও দলের সর্বোচ্চ সংগ্রহ।
ক্যারিবীয় তারকা সুনীল নারিন ও অধিনায়ক দিনেশ কার্তিকরে ঝড়ো ব্যাটিংয়ে ভর করে নতুন রেকর্ড গড়েছে কলকাতা নাইট রাইডার্স। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ২৪৫ রান তুলেছে নাইটরা। যা এবারের আসরে ইনিংসে কোনও দলের সর্বোচ্চ সংগ্রহ।
এর আগে টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ে পাঠায় পাঞ্জাব। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইেকেটে ২৪৫ রান করে কলকাতা। সুনীল নারিন ৭৫ ও দিনেশ কার্তিক ৫০ রান করেন। পাঞ্জাবের হয়ে টাই ৪টি, সরন ও মোহিত শর্মা ১টি করে উইকেট নেন।
বিডি-প্রতিদিন/ ই-জাহান