শচীন তেন্ডুলকরের থেকেও বিরাট কোহলিকে এগিয়ে রাখছেন শেন ওয়ার্ন। সম্প্রতি একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে এ কথাই জানালেন সাবেক এই অজি লেগ স্পিনার।
শেন ওয়ার্ন বলেন, ‘বিরাট যেভাবে খেলছে, তাতে ও শচীনকেও ছাড়িয়ে যাবে। ওর পরিসংখ্যানের দিকে তাকান, অবাক হয়ে যাবেন। বিশেষত রান তাড়া করার সময় ও যেভাবে খেলে, সেটা অতিমানবীয় মনে হয়। শচীন তো নয়ই, এমনকী অন্য কেউ এত নিখুঁতভাবে খেলেছে বলে মনে হয় না।’
ওয়ান ডেতে রান তাড়া করতে নেমে ইতিমধ্যেই ১৯টি সেঞ্চুরি করে ফেলেছেন বিরাট। গোটা কেরিয়ারে শচীন রান তাড়া করতে নেমে করেছেন ১৭টি ওয়ানডে সেঞ্চুরি। তাই বিরাটকেই এগিয়ে রাখছেন ওয়ার্ন। এছাড়াও এই মুহূর্তে সীমিত ওভারের ক্রিকেটে এ বি ডিভলিয়ার্স আর বিরাট কোহলিকে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে রাখছেন ওয়ার্ন।
তার সমসাময়িক ক্রিকেটারদের মধ্যে ওয়ার্ন বরাবরই সেরা হিসেবে বেছে এসেছেন শচীন ও ব্রায়ান লারাকে। ওয়ার্ন মনে করেন বিরাট ও ডিভিলিয়ার্স তাদের যোগ্য উত্তরসূরি। ‘তবে বিরাট ও ডিভিলিয়ার্সের মধ্যে কে সেরা, সেটা বেছে নেওয়া মুশকিল,’ বলছেন ওয়ার্ন।
এখানেই না থেমে স্পিন কিংবদন্তির প্রশংসা, ‘ওদের প্রাণশক্তি আর ক্রিকেটের প্রতি ভালবাসার কোনও জবাব নেই। আর দশ বছর পরে তাদের আর শচীনের নাম এক নিঃশ্বাসে উচ্চারিত হবে।’
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর