ইন্দোরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাত্র ৮৮ রান তুলতেই অলআউট হয়ে গেছে কিংস ইলেভেন পাঞ্জাব। উমেশ যাদবের বোলিং তোপে ক্রিস গেইল ও লুকেশ রাহুলরা কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।
মাত্র ১৫.১ ওভারেই থামে পাঞ্জাবের ইনিংস। অ্যারন ফিঞ্চ ২৬, রাহুল ২১ ও গেইল ১৮ রান করেন। এছাড়া আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরও ছাড়াতে পারেননি। রানের খাতা না খুলেই আউট হয়েছেন ২ জন। ১ রান করে আউট হয়েছে করুন নায়ার ও অঙ্কিত রাজপুত ২জন। আর২ রান করে আউট হয়েছেন স্টয়নিস ও আগারওয়াল।
বেঙ্গালুরুর হয়ে উমেশ যাদব ৩টি, চাহাল, মঈন আলি, সিরাজ ও গ্রান্ডহোম ১টি করে উইকেট নিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ই-জাহান