স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ অ্যান্তোনিও গ্রিজম্যানের ট্রান্সফার নিয়ে একমত হয়েছে বলে বার্তা সংস্থা স্পোর্টস এর বরাতে গোল ডট কম জানিয়েছে।
স্প্যানিশ ফুটবল মৌসুম শেষ হয়েছে রবিবার। আগামী মৌসুমের জন্য দল গোছাতে এখনই প্রস্তুতি শুরু করেছে ইউরোপীয় ক্লাবগুলো। সেই তালিকায় শুরুর দিকেই আছে কাতালান ক্লাব বার্সার নাম। বার্সার সম্ভাব্য ট্রান্সফার তালিকায় সবার ওপরেই ছিলো অ্যাতলেটিকো মাদ্রিদের ফরাসি তারকা অ্যান্তোনিও গ্রিজম্যানের নাম।
ফরাসি ফরোয়ার্ডকে দলে টানতে তার রিলিজ ক্লজের ১০০ মিলিয়ন ইউরো পরিশোধ করতে প্রস্তুত বার্সা, এমনটাই জানিয়েছে গোল ডট কম। তবে জুলাইয়ের আগেই ট্রান্সফার ঝামেলা মিটিয়ে ফেলতে ইচ্ছুক বার্সা ১১৫ মিলিয়ন ইউরো খরচে রাজি। তাহলে রিলিজ ক্লজ ছাড়াই স্বাভাবিক ট্রান্সফার সম্ভব হবে।
এদিকে, আসন্ন বিশ্বকাপের আগেই ট্রান্সফার সম্পন্ন করতে চান গ্রিজম্যান। কোনো লুকোছাপা করতে অনাগ্রহী তিনি। এইজন্যই আলোচনায় বসতে বাধ্য হয়েছে বার্সা ও অ্যাতলেটিকো।
সম্ভবত আগামী সপ্তাহেই সব চূড়ান্ত হয়ে যাবে। এখন শুধু অর্থ সংক্রান্ত ঝামেলা মিটানো বাকি।
বিডি প্রতিদিন/ ১৫ মে ২০১৮/ ওয়াসিফ