প্যারিস সেন্ট জার্মেইর নতুন কোচ হলেন থমাস টুখেল। পিএসজি জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ডের সাবেক এই কোচের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে।
এর আগে বর্তমান স্প্যানিশ কোচ এমরির সঙ্গে দুই বছরের চুক্তি শেষে পিএসজি আর তা নবায়ন করেনি। এদিকে, টুখেলকে পেতে ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনাল ও চেলসিও চেষ্টা করেছিল।
টুখেল বুরুশিয়ার হয়ে ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত কাজ করেছেন। তবে ২০০৭ সালে অগসবার্গের হয়ে তিনি কোচিং ক্যারিয়ার শুরু করেন। মাঝে মেইঞ্জের হয়ে ৬ বছর কাটিয়েছেন।
বিডি প্রতিদিন/ ১৫ মে ২০১৮/ ওয়াসিফ