সময়টা দারুণ যাচ্ছে লিভারপুলের। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে তারা। শিরোপা জয়ের ক্ষেত্রে উভয় দলই নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। একদিকে রিয়ালের সামনে যেমন টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের হাতছানি, অন্যদিকে ১১ বছর পর ফাইনালে উঠেছে লিভারপুল। প্রায় এক যুগ পর তাদের সামনে ষষ্ঠ শিরোপা জয়ের হাতছানি।
এদিকে, এই শিরোপা জয়কে নিয়ে এরই মধ্যে বিশেষ ঘোষণা দিয়েছে লিভারপুল। শিরোপা জিতলে লিভারপুলের খেলোয়াড়দের জন্য বোনাস ঘোষণা করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। জানা গেছে, রিয়ালকে ফাইনালে হারাতে পারলে প্রত্যেক খেলোয়াড়কে ২ লাখ ইউরো করে বোনাস দিবে অলরেডরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২ কোটি ১ লাখ ৫৪ হাজার ৬৩৯ টাকা।
এতে লিভারপুলের মোট বোনাসের পরিমাণ দাঁড়াবে উয়েফার দেওয়া প্রাইজমানির (১৫.৫ মিলিয়ন) অর্ধেকে। অবশ্য এর আগে একবার বোনাস দিয়েছে লিভারপুল। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার পরই ৬.৫ মিলিয়ন ইউরো বোনাস দেওয়া হয়েছে অলরেডদের।
অন্যদিকে, রিয়াল মাদ্রিদ যদি টানা তৃতীয়বারের মতো শিরোপা জিততে পারে তাহলে রোনালদো-রামোসরাও মোটা অঙ্কের বোনাস পাবেন। ২০১৬ ও ২০১৭ সালে শিরোপা জেতার পরও বোনাস দেওয়া হয়েছিল।
বিডি প্রতিদিন/ ১৭ মে ২০১৮/ ওয়াসিফ