পুরো ফুটবল বিশ্বকে স্তব্ধ করে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডেকে রিয়াল মাদ্রিদকে বিদায় বলে দিলেন ক্লাবের টানা তিন ইউরোপ সেরার মুকুটজয়ী কোচ জিনেদিন জিদান। এ নিয়ে বিশ্ব ফুটবলে শুরু হয়েছে নানা জল্পনা-আলোচনা। সকলের মতো কোচ জিদানের হঠাৎ বিদায়ের খবর শুনে বিধ্বস্ত রিয়ালের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোবনালদোও।
জিদানের বিদায়ে আবেগাপ্লুত রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সট্রাগ্রামে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন, ‘সবমিলিয়ে আমি যা অনুভব করছি তা হলো, আপনার খেলোয়াড় হতে পেরে আমি ধন্য।‘ সি আর সেভেন আরও লিখেছেন, ‘কোচ, আপনাকে অনেক ধন্যবাদ।‘
উল্লেখ্য, রিয়ালে জিদানের প্রথম পছন্দের খেলোয়াড় ছিলেন রোনালদো। প্রায় সব ম্যাচেই তাকে ঘিরেই পরিকল্পনা সাজাতেন জিদান।
বিডি প্রতিদিন/ ১ জুন ২০১৮/ ওয়াসিফ