চলতি ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে গায়না আমাজনের হয়ে খেলতে নেমে পাকিস্তানি বাঁ হাতি পেসার সোহেল তানভির বোল্ড আউট করেন সেন্ট কিটসের অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান বেন কাটিংকে। আর আউট করার পরই মেজাজ হারানো উচ্ছ্বাস প্রকাশ করে বিতর্কে পড়েন তানভির।
আউট করার পর ব্যাটসম্যানের সঙ্গে অশোভন আচরণ করায় অনেকেই ভেবেছিলেন বড় শাস্তির মুখে পড়তে হবে পাকিস্তানের পেসার সোহেল তানভিরকে। আইসিসি এখন বাইশ গজে ক্রিকেটারদের আচরণের ওপর কড়া দৃষ্টি রাখছে। কেপটাউন বল বিকৃতির ঘটনায় ক্রিকেটের ভাবমূর্তিতে ধাক্কা লাগার পর, ক্রিকেট স্পিরিট ফেরাতে মরিয়া আইসিসি। তাই অনেকে বলেছিলেন, আইসিসি অনুমোদিত টুর্নামেন্ট সিপিএলে খারাপ আচরণ করা সোহেলকে বড় শাস্তি পেতে হতে পারে। কিন্তু না, সিপিএল কর্তৃপক্ষ সোহেলকে ম্যাচ পারিশ্রমিকের ১৫ শতাংশ জরিমানা করেই ছেড়ে দিয়েছে।
ত্রিনিবাগো নাইট রাইডার্সের হয়ে খেলা অস্ট্রেলিয়ান তারকা ক্রিস লিন তানভিরের এই আচরণের নিন্দা করেছেন। এর আগেও তার বিরুদ্ধে নানা সময় অক্রিকেটীয় আচরণের অভিযোগ উঠেছিল।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর