শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে দক্ষিণ আফ্রিকা। কিন্তু সিরিজ জয়ের পরও র্যাঙ্কিংয়ে তিন নম্বর স্থান ধরে রাখতে পারল না প্রোটিয়ারা। তাদের জায়গা পেয়েছে নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা নেমে গেছে চার নম্বরে।
১১৩ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। তখন চারে থাকা নিউজিল্যান্ডের চেয়ে এক পয়েন্ট এগিয়ে ছিল তারা। প্রোটিয়ারা পাঁচ ম্যাচের সিরিজ জিতেছে ৩-২ ব্যবধানে। সিরিজ জিতেও তারা হারিয়েছে ৩ পয়েন্ট।
এদিকে, র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে ইংল্যান্ড, ১২৭ পয়েন্ট। ১২১ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত। ১০৪ পয়েন্ট নিয়ে পাঁচে আছে পাকিস্তান। ছয় নম্বরে ১০০ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া। ৯২ পয়েন্ট নিয়ে সাতে বাংলাদেশ। ৮ নম্বরে শ্রীলঙ্কা, পয়েন্ট ৮০। ৬৯ পয়েন্ট নিয়ে নয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। আর ৬৩ পয়েন্ট নিয়ে দশে আফগানিস্তান।
বিডি প্রতিদিন/ ১৩ আগস্ট ২০১৮/ ওয়াসিফ