জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্ট জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা। তবে শুরুটা মোটেও ভালো হলো না স্বাগতিকদের। শুরুতেই বিদায় নেন লিটন দাশ, এরপর মুমিনুল হক।
গতকালের ১৪ রানে অপারজিত থাকা টাইগার ওপেনার লিটন জ্বলে উঠতে পারেননি আজ। ৭৫ বলে ব্যক্তিগত ২৩ রানে বিদায় নেন তিনি। সিকান্দার রেজার ঘূর্ণির ফাঁদে পড়োন লিটন। এরপর পেসার কাইল জারভিসের বলে ব্যক্তিগত ৯ রানে বোল্ড হন মুমিনুল হক।
এর আগে তৃতীয় দিনে টাইগারদের ৩২১ রানের পাহাড়সম টার্গেট ছুঁড়ে দেয় জিম্বাবুয়ে। তবে দিন শেষে বিনা উইকেটে ২৬ রান করায় কিছুটা স্বস্তি পায় স্বাগতিক শিবির।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ