হ্যামস্ট্রিং ইনজুরির কবলে পড়ে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে হচ্ছে ফিলিপ কুটিনহোকে। বৃহস্পতিবার তার ক্লাব বার্সেলোনা বিষয়টি নিশ্চিত করেছে।
গত মঙ্গলবার ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে পুরো ৯০ মিনিটই খেলেছেন বার্সেলোনার এই ব্রাজিলীয় তারকা। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের শেষ বাঁশি বাজার সময় অস্বস্তি শুরু হয় তার মধ্যে।
পরে বার্সেলোনার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে তাকে পরীক্ষা করা হয়েছে। এতে তার বাঁ পায়ে ছোট আকারের ইনজুরি ধরা পড়েছে। এ কারণে দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে কাটাতে হবে কুটিনহোর।
এর ফলে সপ্তাহের শেষ ভাগে লা লিগায় রিয়াল বেতিস এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে আসন্ন দুটি প্রীতি ম্যাচে অংশ নিতে পারবেন না তিনি। যুক্তরাজ্য ভিত্তিক ওই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে উরুগুয়ে ও ক্যামেরুনের মোকাবেলা করবে ব্রাজিল।
বিডি প্রতিদিন/এনায়েত করিম