উয়েফা নেশনস লিগে নেদারল্যান্ডসের বিপক্ষে জার্মানি দলে ফিরেছেন মার্কো রয়েস। বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে দারুণ পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে ফিরলেন এই ফরোয়ার্ড। তবে দলে নেই মার্ক-আন্দ্রে টের স্টেগেন ও জেরোম বোয়েটাং।
বার্সেলোনা গোলরক্ষক স্টেগেন কিছুটা কাঁধের সমস্যায় ভুগছেন। তাকে তাই বিশ্রাম দিয়েছেন জার্মানির কোচ জোয়াকিম লো। আর ডিফেন্ডার বোয়েটাং দল থেকে বাদ পড়েছেন। তবে ২৪ সদস্যের দলে আছেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার টনি ক্রুসও।
আগামী ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে খেললেও এর চারদিন আগে রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে অবশ্য থাকছেন না ক্রুস।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ